গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় জেলা শহরের কালিবাড়ি রোড এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ওই আইনজীবীকে আটক করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে মারধর করে তারা।
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় জেলা শহরের কালিবাড়ি রোড এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ওই আইনজীবীকে আটক করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে মারধর করে তারা।
শামীম আহমেদ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, উত্তেজিত লোকজনের হাতে আটক হওয়ার পর শামীম আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ এ নিয়ে তদন্ত করছে।