বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে

লিচুর বাম্পার ফলনে খুশি জামালপুরের চাষিরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, জামালপুর: জামালপুরে রসালো মৌসুমি ফল লিচুর বাম্পার ফলন হয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় এবার লিচু চাষিরা লাভবান হচ্ছে। লিচুর ফুল আসার সময়ে তারা চাষিদের কাছ থেকে বাগান কিনে নেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বিগত ৪ বছর পর লিচুর বাগান কিনে লাভের মুখ দেখছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জামালপুরে ৩’শ ৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচুর ফলন এসেছে। সবচেয়ে বেশি লিচুর বাগান করা হয়েছে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে। এই গ্রামের প্রতিটি বাড়ির আঙ্গিনায় লিচুর বাগান করেছেন স্থানীয় কৃষকরা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় দিনের পর দিন কৃষকরা লিচু চাষে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। এ ছাড়া নান্দিনা, গোপালপুর, রাঙ্গামাটিয়া, শ্রীপুর, শাহবাজপুর, ডেংগারগড়, গোদাশিমলাসহ ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় লিচুর বাগান রয়েছে।

এইসব লিচুর বাগানে সুস্বাদু দেশি, চায়না-১, চায়না-২, চায়না-৩, মঙ্গলবারী, বোম্বাই, এলাচি ও মোজাফ্ফরি জাতের লিচু পাওয়া যায়। ফরমালিনমুক্ত এখানকার লিচুর চাহিদা দেশ জুড়ে। কৃষকরা জানিয়েছেন, এ কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে জামালপুরের এই লিচুর চাহিদাও প্রচুর। চায়না-৩ জাতের লিচু গত বছর প্রতি শ বিক্রি হয়েছে ১ হাজার থেকে ৮শ’ টাকায় এবার ৪শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য জাতের লিচু বিক্রি হচ্ছে দেড়শ থেকে ২শ’ টাকায়।

সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল গ্রামের আবদুল কাদেরের ছেলে সেলিম বিএ পাশ করে সংসারের দারিদ্রতা দূর করার দীপ্ত বাসনা নিয়ে বাড়ির পার্শ্বে এক একর জায়গায় লিচুর বাগান করেছেন। তিনি জানান দিনাজপুর ও বগুড়া থেকে উন্নত জাতের চায়না-৩ (বেদানা) জাতের ১২০টি চারা এনে বাগানে রোপণ করেন। গাছের পরিচর্যাসহ এ পর্যন্ত তার মোট খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। প্রতিটি গাছের বয়স এখন চার থেকে পাঁচ বছর।

তিনি আরো জানান, রোগ বালাই দমনে কীটনাশক প্রয়োগ না করে তিনি জৈব উপায়ে বালাই নাশক দমনের পথ অবলম্বন করেছেন। এতে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত লিচু পাওয়া যাচ্ছে। তবে আগামী দু’তিন বছরের মধ্যে এখান থেকে প্রতি বছর ৫ থেকে ৬ লাখ টাকার আয় হবে বলে সেলিম জানিয়েছেন।

এদিকে এ অঞ্চলের লিচু চাষিদের অভিযোগ, কৃষি অফিসের শতভাগ সহযোগিতা না পেয়ে পুরনো পদ্ধতিতেই লিচু চাষ করছে তারা। কৃষি অফিসের সহযোগিতা পেলে আধুনিক পদ্ধতিতে লিচু চাষ করে তারা আরো বেশি লাভবান হতো বলে কৃষকদের ধারণা।

জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. রফিকুল ইসলাম কৃষকদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করে জানান, লিচু একটি ভিটামিন জাতীয় ফল হওয়ায় এদেশে এর চাহিদা প্রচুর। কৃষকরা লিচু চাষ করে বেশি লাভবান হচ্ছে বিধায় এ জেলায় দিনদিন লিচু চাষ বেড়ে চলছে। গত বছর জেলায় ৩’শ হেক্টর জমিতে লিচুর বাগান করা হলেও এ বছর ৩শ’ ৪০ হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com