বাংলা৭১নিউজ, ডেস্ক: ক্যাপিটাল ওয়ান কাপে (লিগ কাপ) শেষ ষোলোর ম্যাচে গতকাল মাঠে নামে ইংল্যান্ডের দুই জায়ান্ট ক্লাব আর্সেনাল ও লিভারপুল।
টটেনহামের বিপক্ষে লিভারপুল ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয় পেলেও দ্বিতীয় সারির দল রিডিংকে ২-০ ব্যবধানে সহজেই হারিয়েছে আর্সেনাল।
ঘরের মাঠে আর্সেনালের জয়ে দুটি গোলই আসে অ্যালেক্স অক্সালেড চেম্বারলিনের কাছ থেকে। ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলের পর ৭৮ মিনেট নিজেরসহ দলের ব্যবধান দিগুণ করেন ইংলিশ এ ফুটবলার। শেষপর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যামিরেটস স্টেডিয়ামের ক্লাবটি।
এদিকে লিভারপুলের মাঠ আনফিল্ডে বেশ কষ্ট করেই জিততে হয়েছে স্বাগতিকদের। চেনা মাঠ হলেও তাদের কাঁপিয়ে দিয়েছিল টটেনহ্যাম। তবে শেষপর্যন্ত ড্যানিয়েল স্টারিজের জোড়া গোলে শেষ হাসি হাসার সুযোগ পায় লিভারপুলই।
নিজেদের মাঠে ম্যাচের ৯ মিনিটেই লিভারপুলকে এগিয়ে দেন স্টারিজ। বিশ্রাম শেষে ম্যাচের ৬৪ মিনিটে আরও এক গোল করে দলের ব্যবধান দিগুণ করেন তিনি। অবশ্য ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যামের ব্যবধান কমান ভিনসেন্ট জনসন। বাকি সময়ে সমতায় ফেরার দারুণ সব প্রচেষ্টা চালালেও আর গোল করা সম্ভব হয়নি সফরকারীদের পক্ষে। শেষপর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। আর এ জয়ের ফলে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্সেনাল ও লিভারপুল।
বাংলা৭১নিউজ/সিএইস