বাংলা৭১নিউজ,(লালমনিরহাট)প্রতিনিধি:ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারো বৃদ্ধি পেয়েছে।
মূলত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তা নদী তীরবর্তী কুটিরপাড়, চন্ডিমারী, দক্ষিণ বালাপাড়া, শৈলমারী, সানিয়াজান, সিন্ধুনা, ডাউয়াবাড়ী ও গড্ডিমারীসহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও বিভিন্নস্থানে দেখা দিয়েছে তিস্তার ভাঙন।
ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ছাতুনামা ভেন্ডাবাড়ী ও ফরেস্টের চরের কয়েক শতাধিক পরিবারের বসতবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, আজ সকালে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে বিকেলে পানি প্রবাহ কমতে পারে।
বাংলা৭১নিউজ/এবি