বাংলা৭১নিউজ,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলায় গোপালপুর বাজারের সন্নিকটে মঙ্গলবার বিকাল ৪টার দিকে বালুবাহী লরির চাপায় মোঃ দুলাল মিয়া (৫০) নামক এক রিক্সাচালক নিহত হয়েছেন।
বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারের সন্নিকটে বালুবাহী লরির চাপায় রিক্সাচালক দুলাল মিয়া নিহত হয়েছে। নিহত দুলাল মিয়ার বাড়ী বারহাট্টা উপজেলার মহাজন পাড়া গ্রামে। তার পিতার নাম ফসর আলী। সে তার শ্বশুর বাড়ি বাউসী ইউনিয়নের মোয়াটি গ্রামে বসবাস করে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লরিটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।
বাংলা৭১নিউজ/জেএস