বাংলা৭১নিউজ,ডেস্ক: সচিন কন্যা সারা টেন্ডুলকর স্নাতক হলেন। লন্ডন কলেজে সারা নিজের স্নাতক ডিগ্রি গ্রহণ করলেন। সারা লন্ডনের ইউনিভার্সিটি কলেজে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশুনো করেছেন ৷ মা অঞ্জলির পথে হেঁটেছেন সারা। নিজের ইন্সটা অ্যাকাউন্টে সারা স্নাতক হওয়ার ছবি পোস্ট করেন। কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি।
বাবা বাইশ গজে ব্যাট হাতে প্রচুর মাইলস্টোন পেরিয়েছেন। আর মেয়ে অ্যাকাডেমিতে গ্র্যাজুয়েশনের মাইলস্টোন টপকালেন। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন (ইউসিএল) থেকে মেডিসিনে স্নাতক হয়েছেন ২০ বছর বয়সী সারা। মেয়ের স্নাতক হওয়ার খুশিতে সারার গ্র্যাজুয়েশন নিজেই মাথায় পড়ে নেন লিটল মাস্টার।
শুধু তাই নয়, সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সচিন। ইনস্টাগ্রামের পাশাপাশি টুইটারেও পোস্ট করে মেয়ের উদ্যেশে সচিন লিখেছেন, মনে হচ্ছে গতকালই তুমি ইউনিভার্সিটির জন্য বাড়ি ছাড়লে। আর এখন তুমি গ্র্যাজুয়েট। তোমার মা এবং আমি তোমার জন্য গর্বিত। এবার বিশ্বকে জয় কর।
সচিন কন্যা সারা লন্ডনে পড়তে যাওয়ার আগে সারা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। মা অঞ্জলিও পেশায় ডাক্তার। পাঁচ বছর আগে মুম্বাইয়ে সচিনের অবসর নেওয়ার ম্যাচের শেষদিনে সারাকে টিভিতে দেখানোর পর থেকেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্রহ তৈরি হয়। দেখতে দেখতে ইনস্টাগ্রামে এখন সারা-র এক লক্ষ ফলোয়ার ছাপিয়ে গিয়েছে। সারা সিনেমায় নামছেন এমন জল্পনাও বারবার শোনা গিয়েছে। যদিও সচিন বহুবার মিডিয়ার কাছে আবেদন করেছেন, পড়াশোনায় ব্যস্ত সারাকে যেন নিজের মত থাকতে দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/সূত্র:কলকাতা ট্রিবিউন