বাংলা৭১নিউজ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ফৌজদারী মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানুর (৪৪) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার চর কাদিরা ইউনিয়নে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে মানু নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়ন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, নিহত মাইন উদ্দিন চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান আহাম্মদ পাটোয়ারির ছেলে। পুলিশ জানায়, মাইন উদ্দিনের বিরুদ্ধে ফেনী, নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৬টি মামলা রয়েছে।
এর মধ্যে একটি মামলায় যাবজ্জীবন পলাতক আসামি ছিল সে। ওসি মো. আলমগীর হোসেন জানান, বুধবার রাতে চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যক্ত বাড়িতে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়।
এসময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।