বাংলা৭১নিউজ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান আবুল বাশার নিহত হয়েছেন।
আজ ভোরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাশার ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহম্মেদের ছেলে।
এ সময় সদর থানার এসআই ওমর ফারুক, কনস্টেবল কুদ্দুছ, উৎপলসহ তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচটি গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, কাজ্জালিপুর গ্রামে একদল সন্ত্রাসী অবস্থান করছিল। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় বাশারকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পুলিশ। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যাসহ সদর থানায় ১৫টি মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/এম