বাংলা৭১নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রামে চাচা-ভাতিজাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজিবপুর গ্রামের মৃত সেকান্তর মিয়ার ছেলে ইসমাইল হোসেন মানিক (৪৮) ও শামছুল করিমের ছেলে কামরুল ইসলাম (২৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
নিহত কামরুলের মামা নূর আলম ও মানিকের স্বজনরা জানান, রাত সোয়া ১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে কামরুল ও মানিককে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর তারা ফিরে আসেননি। সকালে গ্রামের নবী উল্যার দোকানের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, নিহত দু’জনই মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/সিএইচ