বাংলা৭১নিউজ,(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগঞ্জের সমেষপুর এলাকা থেকে বাদুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলমকে গ্রেপ্তার করছে পুলিশ। রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রামগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম পুলিশের তালিকাভূক্ত ডাকাত। খোরশেদ আলম একই এলাকার আলী আহমদের ছেলে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ডাকাত খোরশেদ ওই এলাকায় অবস্থান করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে একদল পুলিশ সমেষপুর এলাকায় একটি মৎস্য খামারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আগের ৪টি মামলাসহ অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।।
বাংলা৭১নিউজ/এসআর