বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মো. হাকিম (৩০) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে আরেক রোহিঙ্গা যুবক। খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ৪ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. হাকিম একই ব্লকের নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানিয়েছে, মো. হাকিমের দুই স্ত্রী। একজন বান্দরবান ও অন্যজন কুতুপালং ক্যাম্পে থাকেন। বান্দরবানে থাকা স্ত্রী গতকাল বৃহস্পতিবার সন্তানদের দেখতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এ সময় একই ব্লকের রাশেদ উল্লাহর ছেলে মো. রফিক তার পরিচয় জানতে চান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়।
কথাকাটাকাটির জের ধরে আজ শুক্রবার ভোরে হাকিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে রফিক। হাকিম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর পরই খুনি রফিক পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ওই ব্লকের মাঝি শামসুকে আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার বলেন, এ ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেফতার ও রহস্য উদ্ঘাটনের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।
বাংলা৭১নিউজ/জেএস