বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: অবেশেষে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মানের কাজ শুরু হয়েছে। যার তত্ত্বাবধান করছে বাংলাদেশ সেনাবাহিনী। কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগে স্থানীয় জনগনের পাশাপাশি খুশি রোহিঙ্গারাও। ফলে ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধ প্রবণতা কমবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প। যেখানে সেনাবাহিনীর তত্বাবধানে জোরেশোরে চলছে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ। নতুন পুরনো মিলে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়কেন্দ্রে এখন বসবাস করছে ১১ লাখের বেশী রোহিঙ্গা। এসব ক্যাম্পে বাড়ছে নানা অপরাধমূলক ঘটনা। শুধু গত দুবছরেই খুনসহ নানা অপরাধে মামলা হয়েছে চার শতাধিক।
মূলত ক্রমবর্ধমান এই অপরাধ ঠেকাতেই দেয়া হচ্ছে কাঁটাতারের বেড়া। যা চারপাশ ঘিরে রাখবে রোহিঙ্গা ক্যাম্প। তাতে স্বস্তির নি:শ্বাস ফেলছেন স্থানীয়রা। স্থানীয়রা জানায়, কাঁটাতারের বেড়া নির্মাণের মাধ্যমে কমে আসবে স্থানীয়দের সাথে তাদের ভুল বোঝাবুঝি বা সংঘাত।
কাঁটাতারের বেড়া হয়ে গেলে ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বাইরে ছড়িয়ে পড়া যেমন ঠেকানো যাবে তেমনি সহজ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন-এমন আশা পুলিশের।
কক্সবাজার উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, কাঁটাতারের বেড়া হলে রোহিঙ্গার খেয়াল খুশি মত বের হতে পারবে না। যার ফলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং তাদের দ্বারা সংগঠিত অপরাধ কমে আসবে।
প্রথমপর্যায়ে এই কাঁটাতারের হচ্ছে উখিয়া উপজেলায়। এরপর হবে টেকনাফে।
বাংলা৭১নিউজ/এফআর