বাংলা৭১নিউজ,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলিতে ১ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ বক্লে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা হলেন, সৈয়দ হোসেনের পুত্র শামসুল আলম (৩২) এবং হাফেজ আহমদের পুত্র মো. রশিদ (১৩)। তারা ওই একই ব্লকের বাসিন্দা।
টেকনাফ থানার ওসি (ওপারেশন) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এসময় আহত অবস্থায় শামসুল আলম ও মো. রশিদ নামে দুই রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সি এইস