বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) উদ্যোগে রোববার সারাদেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রত্যেক চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হবে।
দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক নির্যাতন ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে এবং চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালিত হবে।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী আজ এক যৌথ বিবৃতিতে সারাদেশের চিকিৎসকদের মানববন্ধনে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/সিএইস