শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রোজার ১৯ দিনেও ঢাকা মহানগরীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেনি -ডিএমপি কমিশনার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা:
চলিত রমজান মাসে ঢাকা শহরের কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে ফের জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক-শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় অনুষ্ঠানে এই দাবি করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘আজকে রোজার উনিশ দিন, আমি দ্ব্যর্থহীনভাবে বলব আজ উনিশ দিনে ঢাকা মহানগরীতে কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে নাই। শুধুমাত্র একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল উত্তরায় জসীমউদদীন সরণিতে। আমরা সেই ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছি। ছিনতাইকাজে ব্যবহার করা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, পুরো গ্যাংটাকে গ্রেপ্তার করা হয়েছে।’

গত ১৯ দিনে (২৮ মে-১৫ জুন) ব্যাংক, গার্মেন্টস বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মানুষ লাখ লাখ টাকা নিয়ে যাতায়াত করেছেন কিন্তু কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলেও জানান পুলিশ কমিশনার। এর কারণ হিসেবে দুই মাস আগে থেকে গোয়েন্দা পুলিশ, পুলিশ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সম্মিলিতভাবে ছিনতাই বন্ধ বা অজ্ঞান পার্টির হাত থেকে মানুষকে রক্ষার পরিকল্পনা করার কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার আরো বলেন, ‘অজ্ঞান পার্টির লোকজন মানুষকে মিষ্টি কথা বলে কিছু খাইয়ে দিয়ে অজ্ঞান করে সব কিছু লুট করে। তা থেকে সাবধান করার জন্য আমরা প্রচারণা চালাচ্ছি। সবার মধ্যে সচেতনতা বেড়ে যাচ্ছে। পুলিশের কর্মকাণ্ড দেখে অপরাধীরা গা ঢাকা দিয়েছে। ছিনতাই পার্টি, অজ্ঞান পার্টি, চাঁদাবাজ এদের কোনো রেহাই নাই।’

মতবিনিময় সভা থেকে জানানো হয়, এবার ঈদে প্রায় ৩০ লাখ যাত্রী গাবতলী বাস টার্মিনাল থেকে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে প্রায় ৩০ লাখ যাত্রী যাবেন ও ফিরে আসবেন। এসব যাত্রী যেন কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই নিজেদের গন্তব্যে যেতে পারেন বা আসতে পারেন সেটা নিশ্চিত করাই এই মতবিনিময় সভার উদ্দেশ্য বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, যাত্রী টানাটানি করা হলে সেই সব বাস কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো যাত্রীকে হয়রানি করা যাবে না। টিকেট কালোবাজারির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া ঢাকার আশপাশে যানজট কমাতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ সব জেলার পুলিশ সুপারদের সঠিক ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

এর আগে গত ১২ জুন সোমবার রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি বলেছিলেন ১৬ রমজান পর্যন্ত রাজধানীতে কোন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com