রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টমটমচালক হত্যা মামলায় ফেনীর সাবেক এমপি রহিম উল্ল্যাহ কারাগারে হজ নিবন্ধনের শেষ তারিখ ঘোষণা মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে ট্রাম্পের ওপর কমলার চাপ সাকিব কী দেশে ফিরতে পারবেন? যা বললেন ক্রীড়া উপদেষ্টা ইউক্রেনের আকাশে রাশিয়ার গোপন অস্ত্র ধ্বংসের রহস্য! ১৯৩৭ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি র‍্যাবের জালে লুঙ্গি দিয়ে মোড়ানো পোটলা থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির প্লাস্টিকের বিকল্প ব্যবহারে এনবিআরের ১০ নির্দেশনা অযথা সময় নষ্ট না করে নির্বাচনের ব্যবস্থা করুন: গয়েশ্বর আশরাফুল হত্যা: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পাকিস্তানে জাতিগত সহিংসতায় ১৫ জন নিহত ঢাকায় যেসব সড়ক এড়িয়ে চলতে হবে আজ সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি, গ্রেফতার ৬ ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন পূজার ছুটি শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে : ইশরাক সমালোচকদের স্বাগত জানিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা বেতার যন্ত্রপাতি আমদানি, ব্যবহার ও বাজারজাতে নতুন নির্দেশিকা লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করলো ইরান

রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মুগদা হাসপাতাল

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৪ বার পড়া হয়েছে

প্রতিনিয়ত করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ছুটে আসছেন রোগীরা। রোগীর চাপে হাসপাতালের সব ধরনের বেড পরিপূর্ণ হয়ে গেছে। ফলে ‘দুঃখিত, বিছানা খালি নাই’ লেখা নোটিশ টানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ অবস্থা রাজধানীর করোনা ডেডিকেটেড ৫০০ শয্যার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই এ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীরা চিকিৎসা নিতে ছুটে আসছেন। গত মাসের শেষ দিক থেকে রোগীর চাপ অনেক বেড়েছে। ফলে ২৭ জুলাই থেকে প্রতিদিনই ‘বিছানা খালি নেই’ এমন সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সরেজমিনে হাসপাতালটি ঘুরে দেখা গেছে, করোনা উপসর্গ নিয়ে জরুরি বিভাগে একের পর এক রোগী আসছেন। পরিস্থিতি বুঝে কাউকে প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হচ্ছে। যাদের অবস্থা গুরুতর তাদের মধ্য থেকে কিছু ভর্তি নেয়া হচ্ছে। বিছানা না থাকায় ভর্তি প্রয়োজন এমন অনেক রোগী অপেক্ষায় থাকছেন বা অন্য হাসপাতালে বিছানার খোঁজে যাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালটির জরুরি বিভাগে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসেন ৩৪ জন। এর মধ্যে ২২ জন নারী ও ১২ জন পুরষ। এদের মধ্যে ১০ জনকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসাপত্র দিয়ে বাসায় চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ভর্তি ১০ জনের মধ্যে আটজন নারী। যাদের মধ্যে ছয়জনের করোনা ‘পজিটিভ’ এসেছে। বাকি দুজন এসেছেন উপসর্গ নিয়ে। অন্যদিকে চিকিৎসা নিতে আসা ১২ জন পুরুষের মধ্যে চারজনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে দুজনকে ভর্তি রেখে, বাকিদের বাসায় চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

jagonews24

হাসপাতালটি ঘুরে দেখা যায়, জরুরি বিভাগের সামনে রোগীরা অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে কেউ কেউ জরুরি বিভাগের সামনে রাখা বেঞ্চেই শুয়ে বিশ্রাম নিচ্ছেন।

ময়মনসিংহ থেকে মেয়েকে হাসপাতালে নিয়ে আসা ফজর আলী বলেন, ‘দুদিন ধরে মেয়ে অসুস্থ, জ্বর-কাশি। তাই এখানে নিয়ে এসেছি। আধঘণ্টার ওপর হয়ে গেছে, এখনও ডাক্তার দেখাতে পারিনি। ডাক্তার দেখানোর অপেক্ষায় আছি। দূর থেকে এসেছি, শরীর ক্লান্ত হয়ে পড়েছে।’

হাসপাতালটিতে ছেলেকে নিয়ে আসা ওমর শেখ বলেন, ‘ছেলে চারদিন ধরে অসুস্থ। কিছুতেই ভালো হচ্ছে না। ফার্মেসি থেকে পরামর্শ নিয়ে বাসায় ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। এখানে নিয়ে আসলাম, ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে বাসায় চিকিৎসা নিতে বলেছেন। ভর্তি করে নেয়ার জন্য অনুরোধ করলাম। কিন্তু এখানে ভর্তির মতো কোনো বেড নেই।’

কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, হাসপাতালটিতে ২৪টি আইসিইউ বেড রয়েছে। এর সবগুলোতে এখন রোগী ভর্তি। ৩২০টি সাধারণ বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. মারুফ হোসেন শিকদার বলেন, ‘প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। রোগীর চাপ এতই বেশি যে, আমাদের কোনো বেড খালি থাকছে না। ফলে আমরা বাধ্য হয়ে বেড খালি নেই, এমন সাইনবোর্ড ঝুলাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রোগীর যতই চাপ থাকুক আমাদের চিকিৎসকরা চিকিৎসা দিতে কোনো অবহেলা করছেন না। চিকিৎসক, নার্স, কর্মকর্তা- সবাই রোগীদের সুস্থ করে তুলতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। রোগীদের সেবা দিতে গিয়ে আমাদের অনেক সহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।’

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com