মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আইবিবিএল দ্বিতীয় পারপেচুয়াল বন্ডের মুনাফা রেট ঘোষণা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় কমনওয়েলথ ৪০তম এএসপি-ক্যাডেট এসআইদের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ স্থগিত ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র কিরণ গ্রেপ্তার বাঙলা কলেজের শিক্ষার্থী হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড অপরিহার্য সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন: আইন উপদেষ্টা সামরিক বাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প আলুর মজুতে অভিযান চালাতে ভোক্তা অধিদপ্তরকে ৩ দিনের আল্টিমেটাম প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থিরা আ.লীগ পুনর্বাসনের উদ্যোগ নিয়ে হাসনাত আবদুল্লাহর পোস্ট রাতে শীত বাড়বে রংপুরে গাজীপুরে আজও সড়কে বেক্সিমকোসহ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হিজবুল্লাহ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর, অধ্যাদেশ জারি টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪ সড়ক-রেলপথ অবরোধ নয়, ক্যাম্পাসেই অবস্থান নেবেন শিক্ষার্থীরা ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করেছে টিসিবি কিছু ব্যাংক খুঁড়িয়ে চলবে, তবে বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে আ’লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা প্যানেল ত্যাগ নিয়ে মায়ানমারের বক্তব্য রিচার্ডসনের প্রত্যাখান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: রোহিঙ্গা সংকট সংক্রান্ত আন্তর্জাতিক পরামর্শক প্যানেল থেকে অভিজ্ঞ মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসনের পদত্যাগ নিয়ে জল বেশ ঘোলা হচ্ছে৷ মিয়ানমারের দাবি, তাঁকে প্যানেল থেকে সরে যেতে বলা হয়েছিল৷ তবে রিচার্ডসন বলছেন ভিন্ন কথা৷

মিয়ানমারের নেতা অং সান সু চির কার্যালয় থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করা হয়েছে, রিচার্ডসন ‘নিজস্ব অ্যাজেন্ডা’ বাস্তবায়নের চেষ্টা করছিলেন৷ তাই সরকারের তরফ থেকে তাঁকে পরামর্শক প্যানেল থেকে সরে যেতে বলা হয়েছে কেননা তাঁর অংশগ্রহণ সবপক্ষের স্বার্থরক্ষার ক্ষেত্রে ইতিবাচক হবে না৷

তবে রিচার্ডসনের মুখপাত্র মাইকি বার্গম্যান রয়টার্সকে জানিয়েছেন, গভর্নরকে ব্যক্তিগত বা লিখিত – কোনোভাবেই কেউ পদত্যাগ করতে বলেনি৷ বরং তিনি যাতে পদত্যাগ না করেন সেজন্য অনুরোধ করেছিলেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷

সাবেক ক্লিন্টন প্রশাসনের মন্ত্রিসভার সদস্য রিচার্ডসন নিজে বুধবার রয়টার্সকে জানান যে, তাঁর কাছে মনে হয়েছে যে পরামর্শক প্যানেল ‘হোয়াইটওয়াশের’ কাজ করছে এবং সু চি সেই প্যানেলের নেতৃত্ব দেয়ার নৈতিক অধিকার হারিয়েছেন৷

রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক প্যানেলটিতে পাঁচজন বিদেশি এবং পাঁচজন মিয়ানমারের প্রতিনিধি ছিলেন৷ রিচার্ডসন প্যানেল থেকে সরে গেলেও বাকিরা কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন যে মার্কিন কূটনীতিকের বক্তব্যের সঙ্গে তাদের আনুষ্ঠানিক অবস্থানের কোনো সম্পর্ক নেই৷

প্রসঙ্গত, রিচার্ডসনের সঙ্গে সু চির বিরোধের সূত্রপাত হয় সোমবার এক বৈঠকের সময়৷ মার্কিন কূটনীতিক বৈঠকে মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিককে আটক এবং বিচারের বিষয়টি তুললে ক্ষেপে যান সু চি৷ রোহিঙ্গা সংকট সংক্রান্ত বৈঠকের সঙ্গে তাদের আটকের বিষয়টি সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করেন তিনি৷

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইয়াঙ্গনে পুলিশের আমন্ত্রণে এক ডিনারে অংশ নিতে গেলে আটক হন সাংবাদিক ওয়া লোন ও কিয়া সো৷ গ্রেপ্তারের সময় রোহিঙ্গা সংকট কভার করছিলেন তাঁরা৷ দুই সাংবাদিকের বিরুদ্ধে মিয়নমারের গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে৷

সূত্র:ডয়চে ভেলে/রয়টার্স/ এএফপি।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com