রূপালী ব্যাংক পিএলসি ঢাকা উত্তর বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া। এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ