রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট’ বিপ্লব বড়ুয়া-নদভীসহ ১৯৮ জনের নামে মামলা চিকিৎসকদের একফোঁটা রক্ত ঝরলেই স্বাস্থ্যসেবা বন্ধের হুমকি আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে যা বললেন প্রক্টর ‘মুজিব কোটে’ আগুন দিয়ে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা টোলপ্লাজায় দুর্ঘটনা: সেই বাসের মালিক গ্রেফতার ৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না : ভোক্তার ডিজি ফখরুলের সঙ্গে আব্দুস সালাম পিন্টুর সাক্ষাৎ অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন ৩১ ডিসেম্বর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ প্রথমবারের মতো যে পরিবর্তন এলো বিসিএসে, আবেদন শুরু কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস

রূপপুরে বাংলাদেশি বিশেষজ্ঞদের জন্য আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র

পাবনা প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ২ জুন, ২০২১
  • ১৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের সহায়তায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে ভবন ও নির্মাণ বিশেষজ্ঞদের জন্য একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), এসআর ও সয়্যুজএটোমস্ত্রয়ের সহায়তায় নির্মিত এই প্রশিক্ষণ কেন্দ্র জেএসসি এএসই, ভবন ও নির্মাণ বিশেষজ্ঞদের জেনারেল কন্ট্রাক্টর ও সাব-কন্ট্রাক্টরের ভবন ও নির্মাণ বিশেষজ্ঞদের মানসম্মত নির্মাণ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে ।

এটোমস্ত্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের রাশিয়ান অংশের প্রকল্প পরিচালক এলেক্সি ডেইরি বলেন, বাংলাদেশের যে সব নাগরিক এই প্রকল্পের বিভিন্ন সাব-কনট্রাক্টর প্রতিষ্ঠানে কাজ করছেন, যারা ইতোমধ্যেই প্রবেশনকাল সফলভাবে শেষ করেছেন, যোগ্যতা প্রমাণ করেছেন এবং পেশায় উন্নতি করতে সচেষ্ট তারা এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন পেশায় আরও দক্ষতা অর্জন ও উন্নতি করার সুযোগ পাবেন।

জানা যায়, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সাইটে বিভিন্ন প্রশিক্ষণে এখন পর্যন্ত একটি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্র ব্যবহার করা হচ্ছে। এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে বাংলাদেশি নাগরিকরা বিশেষ শাখায় ও নির্মাণ কেন্দ্রে সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে প্রশিক্ষণ পাবেন। নির্মাণ কেন্দ্রের বিভিন্ন অংশে সাধারণ নির্মাণ শিক্ষার কাজ, বৈদ্যুতিক ঝালাই, প্রসেস ইকুইপমেন্ট স্থাপন, পাইপলাইন স্থাপন, এয়ার ডাক্টস ভেন্টিলেশন যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সংস্থাপনের কাজ করা শেখানো হবে।

কেন্দ্রটিতে এক বছরে বাংলাদেশে সাত হাজারেরও বেশি বিশেষজ্ঞ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। এই প্রশিক্ষণ কেন্দ্র ভবিষ্যতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পকে ছাড়িয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। রূপপুর পারমানবিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্মাণ সম্পন্ন হওয়ার পরে এই প্রকল্প থেকে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ বিশেষজ্ঞরা বাংলাদেশের বিভিন্ন শিল্পে, বিশেষত বেসামরিক নির্মাণ কাজের চাহিদা অনেক বৃদ্ধি পাবে। রাষ্ট্রের অর্থনীতিতে তাদের কাজ সুফল বয়ে আনতে সক্ষম হবে ।

প্রশিক্ষণ কেন্দ্রটি প্রকৌশল বিভাগের মুল নির্মাণ ইউনিট (জেএসসি-এএসই) ১৫০০ বর্গ মিটার এলাকা জুড়ে এ.ই.লিখাচেভ এর নির্দেশনা অনুযায়ী নির্মাণ হয়েছে। প্রকৌশল বিভাগ এই ধরণের প্রকল্প প্রথম বারের মত বাস্তবায়ন করেছে। রোসাটমের রাষ্ট্রীয় করপোরেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল এ. এম. লস্কিন অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়ন প্রোগ্রাম অনুসারে এল-দাব্বা এনপিপি, পাক্স-২ এনপিপি সহ অন্যান্য নির্মাণ সাইটগুলোতে একই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com