পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে একটি স্থাপনার নির্মাণাধীন কিছু অংশ ভেঙে পড়ায় ৭ শ্রমিক আহত হয়েছেন।
রূপপুর প্রকল্পের সাইট অফিস ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল ৭ জন আহতের হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মামুন (৩০) নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রূপপুর প্রকল্পে কর্মরত এক কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে ‘নিকিমথ এটোমস্ট্রয়’ নামে ঠিকাদার প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে একটি ঢালাই স্থাপনার দেওয়ালে লোহার রডের ফ্রেম তৈরির কাজ চলছিল। শ্রমিকরা কাজে ব্যস্ত থাকায় সকালে হঠাৎ ওই লোহার ফ্রেমের স্থাপনাটি হেলে পড়ে এবং কিছু অংশ ভেঙে পড়ে। এ সময় কর্মরত কিছু শ্রমিক স্থাপনার নিচে চাপা পড়ে আঘাতপ্রাপ্ত হন।
খবর পেয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স ও প্রকল্পের ভেতরে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেন। এরমধ্যে গুরুতর আহত মামুনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। আব্দুল্লাহ বাপ্পি নামে নিকিমথ এটোমস্ট্রয়ের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ সম্পর্কে কোনো কিছু জানাতে রাজি হননি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মো. নাসীর উদ্দীন বলেন, রূপপুর প্রকল্প থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে থেকে খবর পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে ইতিপূর্বে প্রকল্পে ভেতরে কাজের সময় এভাবে অনেকেই আহত হচ্ছেন প্রতিনিয়ত। স্থানীয়দের ধারণা, নির্মাণকাজে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ও নির্মাণকাজের সঠিক নীতিমালা না মানায় আবারও স্থাপনার অংশ ভেঙে পড়ে শ্রমিক আহত হওয়ার মতো ঘটনা ঘটছে।
বাংলা৭১নিউজ/এআরকে