বাংলা৭১নিউজ,(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে এক মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার মাছিমপুরের ব্রাহ্মণগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
তিনি জানান, উপজেলার মাছিমপুরের ব্রাহ্মণগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে মুদি-মনিহারি দোকানিরা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে বলে অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় মুদি দোকানি আলামিন মিয়াকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আলামিন মিয়া ব্রাহ্মণগাঁও এলাকার খোরশেদ মিয়ার ছেলে।
বাংলা৭১নিউজ/এফ.এ