বাংলা৭১নিউজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে রায়হান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫জুন) সকালে উপজেলার তারাব পৌরসভার তারাব দক্ষিন পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, রায়হান দীর্ঘদিন ধরে উপজেলার তারাব, বিশ^রোড, নোয়াপাড়া এলাকায় ইয়াবা পাইকারীভাবে বিক্রি করে আসছে। গত সোমবার সকালে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় ২০০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান তারাব দক্ষিন পাড়া এলাকার শাহআলমের ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
অপরদিকে উপজেলার ভোলাব ইউনিয়নের কুরিয়াল এলাকার মামুন হোসেনের পরিত্যাক্ত বাড়ির একটি ঘর থেকে ১৭০ ক্যান বিয়ার উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। জানা গেছে মামুন হোসেন দীর্ঘদিন ধরে গাজীপুরের বসবাস করে আসছে।
বাংলা৭১নিউজ/জেএস