শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রূপগঞ্জে ক্যানেল সেচে ফের অস্ত্র-গোলাবারুদ উদ্ধার অভিযান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৫ জুন, ২০১৭
  • ১৫৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পুর্বাচল উপ-শহরের ৫ নম্বর সেক্টরের ভুইয়া বাড়ী ব্রীজ এলাকার ক্যানেল সেচে ফের অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পুলিশ প্রশাসন। রোববার (০৪ জুন) সকাল ৯টা থেকে ক্যানেল সেচ কার্যক্রম শুরু হয়।
এদিকে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ৬জনকে আসামী করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহমুদুল ইসলাম বাদী মামলা দায়ের করেছেন।শনিবার (০৩ জুন) দিনগত গভীর রাতে মামলাটি করেন তিনি। মামলার আসামীরা হলেন, শরীফ (৩৫), শাহীন ওরফে সানু (৩০), রাসেল (২৩), শান্ত (১৮), মুরাদ (২২) ও হৃদয় (২৪)। এদের মধ্যে হৃদয় পলাতক। বাকিদের গ্রেফতার করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বেআইনীভাবে অবৈধ অস্ত্র মজুদ, দেশের ভাবমূর্তি বিনষ্ট সহ রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে দায়ের করা মামলাটিতে ওই ৬ জনকে আসামী করা হয়েছে।
ওসি আরো জানান, শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত পূর্বাচল উপ শহরের ৫নং সেক্টরের যে ক্যানেল (লেক) থেকে অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেখানে শনিবারও তল্লাশী চালায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল। তবে সেখানে নতুন করে কোন অস্ত্র পাওয়া যায়নি। রোববার (০৪ জুন) সকাল থেকে সেখানে আরো ব্যাপকভাবে তল্লাশী করা হচ্ছে। পানি সেচে সেখানে তল্লাশী করা হবে। ইতি মধ্যে পানি সেচ কার্যক্রম চলছে। প্রায় ১০টি সেলু মেশিন ব্যবহার হচ্ছে পানি সেচার কাজে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার গভীর রাত থেকে রূপগঞ্জের পূর্বাচলে ৫নং সেক্টর ও পূর্বাচলের ব্লু সিটি হাউজিং এলাকাতে ৬২টি সাব মেশিন গান (এসএমজি), দূরবীণ যুক্ত দুটি রকেট লাঞ্চার, ৪৪টি ম্যাগজিন,৭ পয়েন্ট ৬২ বোর ও নাইন এমএম ৫টি পিস্তল, দুটি ওয়াকিটকি, ৪২ হ্যান্ড গ্রেনেড ও ৫বস্তা বিপুল সংখ্যক গুলি, ডেটোনেটর, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার বিকাল ৬টায় উপজেলার ভোলাব ইউনিয়নের বাসন্দি এলাকার শীতলক্ষ্যা নদী থেকে আরো ৫টি এসএমজি অস্ত্র উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com