বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় পাউবো’র কাজে দূর্নীতি: ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অবস্থা আশঙ্কাজনক টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মৌলভীবাজারে দুজনের মৃত্যুদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা চালাতে পাহাড়ে আস্তানা গাড়েন আরসা সদস্যরা দুরারোগ্য রোগে আক্রান্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার সুপারিশ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে কাড়লো ৩ প্রাণ খালে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন জাল জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট দেশের ১৩ গুণীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার খুলনা বিভাগে বিদ্যুতের ২৫টি উপকেন্দ্র, ব্যয় হবে ৬০৮ কোটি টাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র আত্মসমালোচনা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: ধর্মমন্ত্রী

রুদ্ধশ্বাস ম্যাচে হার ভারতের, শেষ বলে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৯৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: টি-২০ ম্যাচ মানেই কুড়ি ওভারে চার-ছয়ের বন্যা। কে কত বড় স্কোর তুলতে পারে তার প্রতিযোগিতা। দর্শকরাও বড় স্কোরিং ম্যাচ দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু লো স্কোরিং ম্যাচেও টানটান উত্তেজনা তৈরি হতে পারে, টেনশনে আঙুলের নখ খেয়ে ফেলতে পারেন দর্শকরা তা-ই দেখাল রবিবারের ম্যাচ। বিশাখাপত্তনমে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে সব রসদই মজুত ছিল।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের হতশ্রী পারফরম্যান্স। যার জেরে স্কোরবোর্ডে উঠল মাত্র ১২৬ রান। তাও আবার সাত উইকেট খুইয়ে। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার কাজটাও যে সহজ হবে না তা ভারতীয়দের শরীরী ভাষাই বলে দিচ্ছিল। হাড্ডাহাড্ডি, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়াই। ম্যাচের শেষ বলে জয় ছিনিয়ে নিল তারা। সিরিজে ১-০ এগিয়ে গেল তারা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। রোহিত শর্মা মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তারপর ইনিংসের হাল ধরেন আরেক ওপেনার কেএল রাহুল (৫০) এবং অধিনায়ক বিরাট কোহলি (২৪)। কিন্তু জাম্পার বলে কোহলি আউট হতেই ধস নামে ব্যাটিংয়ে। একে একে পন্থ এবং তারপর রাহুলও ফিরে যান।

দুর্দান্ত বল করেন অজি ফাস্ট বোলার কুল্টার-নাইল। কার্তিক, ক্রুণাল পাণ্ডিয়ারা দ্রুত আউট হন। ধোনি কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু এদিন তাঁর মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়ে। ভারত তোলে ১২৭ রান সাত উইকেট খুইয়ে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপত্তি হয় অজি ব্যাটিংয়ের। পরপর দুটি উইকেট পড়ে যায় তাদের। চার নম্বরে নেমে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঝোড়ো ব্যাটিং করেন ম্যাক্সওয়েল। ৫৬ রান করে চাহালের বলে আউট হন ম্যাক্সওয়েল। তাঁর ইনিংসটাই বলা যায় টার্নিং পয়েন্ট ম্যাচের। তাঁকে যদি আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠানো যেত তাহলে ম্যাচের রাশ ভারতের হাতে থাকত। ব্যাটিংয়ের ব্যর্থতা ঢাকতে আপ্রাণ চেষ্টা করেন বিরাটরা।

আঁটসাট ফিল্ডিং, কৃপণ বোলিং দিয়ে অজিদের যতটা সম্ভব আটকানোর চেষ্টা করেন ভারতীয় ক্রিকেটাররা। ১৯তম ওভারে দুটি উইকেট নেন বুমরাহ। কিন্তু তাতেও আটকানো যায়নি অস্ট্রেলিয়ার জয়। ম্যাচের শেষ বলে জয় ছিনিয়ে নেন ফিঞ্চরা। বিফলে যায় বুমরাহ. চাহালদের পরিশ্রম।

বাংলা৭১নিউজ/এসই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com