সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাজার তদারকি বিকেলে অনন্যা পান্ডের কোন গোপন ভিডিও ফাঁসের হুমকি দিতেন আরিয়ান? সরকারের কাছে চাকরির বয়সসীমা বৃদ্ধির প্রতিবেদন জমা দিল কমিটি চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার ফাগুনে ১৬ কোটি হয়ে ফেরার কথা বলে চলে গেলেন কাউসার বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের রাস্তা অবরোধ, বিক্ষোভ ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬৭ বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ২০ ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডিসহ ২০ কর্মকর্তাকে দুদকে তলব ছুটি শেষে ঢাকার সড়কে বেড়েছে গাড়ির চাপ, তীব্র যানজট এডিপি কাটছাঁট হচ্ছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে মুন্সীগঞ্জের ৩ প্রবাসীর মৃত্যু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ২ দিনের রিমান্ডে গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি বহু বছর পর আপনাদের নিজের ভোট নিজে দেবেন: ধর্ম উপদেষ্টা টমটমচালক হত্যা মামলায় ফেনীর সাবেক এমপি রহিম উল্ল্যাহ কারাগারে হজ নিবন্ধনের শেষ তারিখ ঘোষণা মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে ট্রাম্পের ওপর কমলার চাপ সাকিব কী দেশে ফিরতে পারবেন? যা বললেন ক্রীড়া উপদেষ্টা

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২২ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যুর মিছিল দিন দিন বাড়ছেই। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকাল থেকে রবিবার (১১ জুলাই) সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৬ জন করোনা পজেটিভ এবং ১১ জন উপসর্গে মারা যান। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী।

এ নিয়ে জুলাই মাসের ১১ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৯২ জনের মৃত্যু হলো। জুন মাসে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, নতুন মৃতদের ৯ জন রাজশাহীর (পজেটিভ ৩, উপসর্গে ৬), নাটোরের ৬ (পজেটিভ ১, উপসর্গে ৩ ও নেগেটিভ হওয়ার পর ২) জন, নওগাঁ ২ (পজেটিভ ১, উপসর্গে ১) এবং পাবনা (পজেটিভ) ও কুষ্টিয়ার একজন (উপসর্গে) করে রয়েছেন। তবে দ্বিতীয় দিনের মত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জের কোনো বাসিন্দা রামেক হাসপাতালে মৃত্যুবরণ করেননি।

তিনি বলেন, আজ রবিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৫১৮ জন। গতকাল শুক্রবার ভর্তি ছিলেন ৫২২ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগিদের চিকিৎসা দেয়া হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। এদের মধ্যে রাজশাহীর ৩৭, চাপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ১৪, নওগাঁর ৭, পাবনার ১০, কুষ্টিয়ার ১ ও মেহেরপুরের ১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন। রামেক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ৩০৬, চাপাইনবাবগঞ্জের ৩৪, নাটোরের ৬৫, নওগাঁর ৪৫, পাবনার ৪৬, কুষ্টিয়ার ১৬, চুয়াডাঙ্গার ২ এবং নীলফামারী, মেহেরপুর ও বগুড়ার ১ জন করে রয়েছেন।

প্রতিদিন করোনা ও উপসর্গের রোগীর সংখ্যা বাড়ছেই। গত শনিবার সকাল পর্যন্ত নতুন করোনা রোগী ভর্তি হয়েছিলেন ৬০ জন। অথচ রবিবার সকাল পর্যন্ত নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে রামেক হাসপাতালের আরও দুইটি ওয়ার্ডকে করোনা ইউনিটের জন্য প্রস্তুত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে ওয়ার্ড দু’টিতে সেন্ট্রাল অক্সিজেন সংযোজনের কাজ চলছে।

রামেক পরিচালক জানান, শনিবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৫৫০ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছে ১৩৮ জনের। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনায় ৩০ এবং রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে রাজশাহীর ২১৩ জনের নমুনায় ৯৪ এবং চাঁপাইনবাবগঞ্জের ৫৫ নমুনায় ৪ জনের করোনা পজেটিভ হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com