রাজধানীর রামপুরা টিভি সেন্টারের চার নম্বর গেটের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সাদমান সাকিব (৩১) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (০৪ এপ্রিল) ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের স্ত্রী মেহেনাজ আক্তার জানান, আমরা একসঙ্গে আফতাবনগরের একটি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার সঙ্গে আমার স্বামীর নাইট ডিউটি ছিল। অফিস শেষ করে ভোরে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেনাজ আরও জানান, আমাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর উপজেলায়। নিহত সাকিব সদরের উত্তর পাড়া গ্রামের মো. জহুরুল হকের ছেলে।
বাংলা৭১নিউজ/এসএইচ