লক্ষ্মীপুরের রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে রামগঞ্জ পৌর শহরের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মিজান টাওয়ারের ২য় তলায় উদ্বোধনের মাধ্যমে যমুনা ব্যাংকের সার্বিক কার্যক্রম শরু হয়।
যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও ব্যাংকের এবিপি আবদুল মালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ পরিচালক কানুতোষ মজুমদার, মোঃ সাইদুল ইসলাম, রেদোয়ান-উল করিম আনসারী, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, যমুনা ব্যাংক রামগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলম প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসএস