বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় পাউবো’র কাজে দূর্নীতি: ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অবস্থা আশঙ্কাজনক টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মৌলভীবাজারে দুজনের মৃত্যুদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা চালাতে পাহাড়ে আস্তানা গাড়েন আরসা সদস্যরা দুরারোগ্য রোগে আক্রান্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার সুপারিশ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে কাড়লো ৩ প্রাণ খালে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন জাল জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট দেশের ১৩ গুণীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার খুলনা বিভাগে বিদ্যুতের ২৫টি উপকেন্দ্র, ব্যয় হবে ৬০৮ কোটি টাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র আত্মসমালোচনা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: ধর্মমন্ত্রী

রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, জালিয়াতি ঠেকাতে নজরদারি বৃদ্ধি

রাবি প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৫ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। ২৫ জুলাই ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা মাধ্যমে শুরু হবে রাবির ভর্তিযুদ্ধ। এই ইউনিটে এক হাজার ৪৫৮টি (বিশেষ কোটাসহ) আসনের বিপরীতে ভর্তীচ্ছুর সংখ্যা ৭২ হাজার ৪১০ জন। আসনপ্রতি লড়বেন ৪৯ জন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন। ‌ 

পরীক্ষার মানবণ্টনের বিষয়ে আব্দুস সালাম বলেন, ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়সীমা এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরে শূন্য দশমিক ২০ করে নম্বর কাটা হবে। এই ইউনিটে পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

আসনসংখ্যার বিষয়ে তিনি বলেন, ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে। যার মধ্যে বিশেষ কোটাসহ বিজ্ঞান ৬৬০টি, কৃষি অনুষদ ১১২টি, প্রকৌশল অনুষদ ২৫৬টি , জীববিজ্ঞান ৩০০টি, ভূবিজ্ঞান ১৩০টি আসন রয়েছে।  

এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভর্তি জালিয়াতি ঠেকাতে রয়েছে গোয়েন্দা নজরদারি।

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘জালিয়াতি রোধে আমরা প্রথম থেকেই ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের প্রক্টরিয়াল বডির মাধ্যমে জালিয়াতি রোধে তিন-চারটা মিটিং করেছি। ‘

তিনি আরো বলেন, ‘ফটোকপি মেশিনগুলো আমাদের ক্যাম্পাসে বন্ধ থাকবে। আশপাশের এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি এরই মধ্যে শুরু হয়েছে। নিরাপত্তার বিষয়গুলো খোলামেলা আলোচনা করতে চাচ্ছি না। কারণ এটা প্রশাসনিক বিষয়। প্রশাসন গত সপ্তাহ থেকে সচেষ্ট আছে এবং মাঠে কাজ করে যাচ্ছে। কাজেই আমার যেটা মনে হচ্ছে জালিয়াতির ঘটনা কোনোভাবেই সম্ভব নয়। ‘

আগামী ২৬ জলাই ‘এ’ (মানবিক) ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com