বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন বছরে ট্রাম্পের কাছে যে প্রত্যাশা জেলেনস্কির নিহত-আহতদের সহযোগিতা পেতে চিকিৎসকদের সত্যায়িত কপি লাগবে ফেনীতে বই পেল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২ ৪৩তম বিসিএসের বাদ পড়া ২৬৭ জন সচিবালয়ে সাবেক মন্ত্রী কামরুল আবারও ৪ দিনের রিমান্ডে ‘২০২৫ সাল হবে হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের অপরাধের বিচারের বছর’ সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২ মে থেকে ফিটনেসবিহীন বাস থাকবে না : বিআরটিএ চেয়ারম্যান রূপগঞ্জে সড়কে প্রাণ গেল ৩ জনের বছরের প্রথম দিনে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত নদী দখল করে মাছের ঘের, ভরাট হচ্ছে কালীগঙ্গা ২০২৪ আমার জীবনের শ্রেষ্ঠ বছর: আসিফ মাহমুদ ইএফটি উদ্বোধন, বছরের প্রথমদিনে বেতন পেলেন এমপিও শিক্ষকরা নতুন বছরে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার খুলল এস আলমের বন্ধ হওয়া ৯ কারখানা ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মেট্রোরেলের লাইনে ফানুস, রাতভর পরিষ্কার করলো ডিএমটিসিএল

রাবি শিক্ষিকার ‘সুইসাইড নোটে’ যা লেখা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে আকতার জাহান নামের এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের পাশে তার ল্যাপটপের নিচ থেকে একটি সুসাইড নোট পাওয়া গেছে।

সুইসাইড নোটে যা লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শারীরিক, মানসিক চাপের কারণে আত্মহত্যা করলাম। সোয়াদকে যেনো ওর বাবা কোনো ভাবেই নিজের হেফাজতে নিতে না পারে।

যে বাবা সন্তানের গলায় ছুরি ধরতে পারে- সে যে কোনো সময় সন্তানকে মেরেও ফেলতে পারে বা মরতে বাধ্য করতে পারে। আমার মৃতদেহ ঢাকায় না নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেয়ার অনুরোধ করছি।’

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জুবেরী ভবনের ৩০৩ নম্বর তার নিজ কক্ষ থেকে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করে নগরীর মতিহার থানা পুলিশ। ওই কক্ষে এক থাকতেন আকতার জাহান। তিনি রাবির গণযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

আকতার জাহান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি তানভীর আহমেদের প্রাক্তন স্ত্রী। বছর তিনেক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে তার নাম সোয়াদ।

 রাবি শিক্ষিকার সুইসাইড নোট

রাবি শিক্ষিকার সুইসাইড নোট

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাতিল সিরাজ বলেন, পুলিশের সহায়তায় ওই শিক্ষিকাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রামেক হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মাহিনুল ইসলাম জানান, সোয়া পাঁচটার দিকে ওই শিক্ষককে অচেতন অবস্থায় হাসপাতলে নেয়া হয়। তার অনেক আগেই তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয় বলে জানান ওই চিকিৎসক।

অন্যদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, কক্ষের দরজা ভেঙে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করে পুলিশ। এটি আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা পুলিশ খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো আলামত মেলেনি।

তিনি আরো বলেন, রামেক হাসপাতালের হীম ঘরে নেয়া হয়েছে। তার স্বজনরা ঢাকায় থাকেন, তাদের খবর দেয়া হয়েছে। এনিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে, জুবেরী ভবনের কর্মচারীরা জানান, কয়েক দিন থেকেই ওই শিক্ষক বাইরে বের হচ্ছিলেন না। স্বজনরা তাকে মুঠোফোনেও পাচ্ছিলেননা। শুক্রবার দুপুরে তার ছেলে অন্য শিক্ষকদের জানান। এরপর শিক্ষকরা জুবেরী ভবনে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান।

এনিয়ে খবর দেয়া হয় নগরীর মতিহার থানা পুলিশকে। বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে দরজা ভেঙে ওই শিক্ষককের অচেতন দেহ উদ্ধার করেন। ওই সময় মশারির ভেতর শোয়া অবস্থায় ছিলেন ওই শিক্ষক।

বাংলা৭১নিউজ/এইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com