বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে এক বাসায় রান্নাঘরের গ্যাসের আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও ছয়জন।
ধলপুর র্যাব-১০ কার্যালয়ের পাশে সিটি করপোরেশন কোয়ার্টারে শুক্রবার সকালে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ সিকদার জানান।
তিনি বলেন, গ্যাস সিলিন্ডার থেকে ঘরে গ্যাস জমে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ঘরে আগুন ধরে গেলে তাহসিন নামে সাত বছরের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দগ্ধ ছয়জন হলেন সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪); সুমনের ফুপু আতর বেগম (৭০) এবং তাদের প্রতিবেশী আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজলী (২৪)।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আলমগীর ও কাজুলি ছাড়া বাকি সবার অবস্থাই গুরুতর। তাদের শরীরের ১৭ থেকে ৭৫ শতাংশ পুড়ে গেছে।
বাংলা৭১নিউজ/এস এইস