বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: স্থানীয় প্রশাসনের বেধে দেয়া সময় অনুযায়ী শুক্রবার আম নামানোর সময় নির্ধারণ থাকলেও গাছে আম না পাঁকায় বাজারে আম নামাতে পারেননি ব্যবসায়ীরা। ফলে জেলার সবচেয়ে বড় আম বাজার কানসাট বাজারে দেখা যায়নি আম।
তবে শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে কাশিয়াবাড়ীর আম ব্যবসায়ী কাশিম উদ্দিন মাত্র এক ভ্যান আড়াইমণ রানি গোপাল আম বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। প্রথমে তাকেও পড়তে হয়েছে বিড়ম্বনায়। তিনি জানান, সুস্বাদু রানি গোপাল আম গাছে পেঁকে যাওয়ায় বাজারে নামিয়েছেন।
কিন্তু ৪০-৫০ টাকা কেজি দরে দাম চেয়েও বিক্রি করতে পারছেননা। দেশের বিভিন্নস্থান হতে আম ক্রেতারা সঠিক সময়ে না আসায় এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন আম বিক্রেতা কাশিম। তবে আম সংশিষ্ট ব্যবসায়ী নেতারা জানিয়েছেন- দু’একদিনের মধ্যে কর্মচাঞ্চল্য হয়ে উঠবে দেশের বৃহত্তর এই কানসাট আম বাজার।
বাংলা৭১নিউজ/জেএস