বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আসামে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ ভারতে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ লিবিয়ায় ২ ভাইকে জি‌ম্মি, মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার ২ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজের রোষানলে পাঁচমাসে ৬১১ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: সংসদে পরিবেশমন্ত্রী মেয়ের পরকীয়ার জেরে খুন হন সাবেক এমপির স্ত্রী, ১৩ বছর পর রহস্য ভেদ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা উন্নয়ন প্রকল্পে এডিবির বিনিয়োগ ২২ হাজার কোটি টাকা নেত্রকোনায় সব নদ-নদীর পানি বাড়ছে গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ কুয়েতে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার মতিউর ও স্ত্রী-সন্তান‌দের সম্প‌দের হিসাব চেয়ে নো‌টিস শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত আনন শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন আনোয়ারা সৈয়দ হক রোহিঙ্গাদের জন্য ১.৫ মিলিয়ন ইউরো দিচ্ছে ফ্রান্স অবশেষে ব্যয়যোগ্য রিজার্ভের তথ্য জানালো কেন্দ্রীয় ব্যাংক প্রত্যয় স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী সৌদি গমনেচ্ছুদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে যৌথ টাস্কফোর্স

রাজাবাজারের আমবাগান বস্তিতে অগ্নিকাণ্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৪ মে, ২০১৬
  • ১১১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকার পূর্ব রাজাবাজার এলাকার আমবাগান বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে বেশ কিছু ঘর।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফার্মগেইটের কাছে গ্রিন সুপার মার্কেটের পেছনের ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

“আমাদের দশটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হোস্টেলের পেছনে ওই বস্তিতে কীভাবে আগুন লাগে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

আগুনে বেশ কিছু ঘর পুড়ে গেছে; তবে ক্ষয়কক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিতে গড়ে ওঠা ওই বস্তিতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনেকের বসবাস। কেউ আবার সেখানে ঘর তুলে স্থানীয় নিম্ন আয়ের মানুষকে ভাড়া দিয়েছেন।

আগুন লাগার পর আতঙ্কিত বস্তিবাসীর মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টায় ছুটোছুটি শুরু হয়ে যায়। কাউকে কাউকে দেখা যায় যৎসামান্য সম্বল আগুন থেকে বাঁচিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে।

বস্তির বাসিন্দা রহিমা খাতুন সাংবাদিকদের বলেন, “আমার বাসার সবাই বেরিয়ে আসতে পেরেছি। তবে টাকা-পয়সা, জিনিসপত্র যা ছিল সব গেছে।”

আফজাল হোসেন নামের একজন জানান, বৈদ্যুতিক তার থেকে একটি ঘরে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।

মো. জাহাঙ্গীর নামের আরেকজন বলেন, “আমরা ঘুমায় ছিলাম। ঘুম থেকে উইঠ্যা দেখি আগুন। ঘুম থেইক্যা উঠতে যতটুক দেরি, আগুন বাড়তে দেরি নাই।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আমবাগনে যান। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেন তারা।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে রামপুরায় রিয়াদ হোটেলে আগুন লাগার খবর পাওয়ার যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে নিয়ন্ত্রুণ কক্ষ থেকে জানানো হয়েছে।

কীভাবে ওই হোটেলে আগুন লেগেছিল, তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com