বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহী নগরীতে দুটি মোবাইলের শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফয়সাল নামের এক বিক্রয়কর্মী আহত হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর রাণীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নগরীর রাণীবাজার এলাকায় একটি ভবনের নিচ তলায় ভিভো ও মটোরোলা মোবাইলের শো- রুমে আগুন লাগে। ভিভো শো-রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুটি শো-রুমের সব মালামাল পুড়ে গেছে। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় আহত হয়েছেন এক বিক্রয়কর্মী। তবে তার নাম জানা যায়নি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অগুন নিভিয়েছেন। এখন ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
বাংলা৭১নিউজ/আর,আর