বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহী নগরে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে বিচ্ছিন্ন এ পা ওই এলাকায় এলো তা খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয় ওই বিচ্ছিন্ন পা।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, সকালে মহাসড়কের পাশের একটি ডোবায় বিচ্ছিন্ন একটি পা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে বেলা ১১টার দিকে সেটি উদ্ধার করে পুলিশ। এটি কীভাবে ওই এলাকায় এলো তা জানার চেষ্টা চলছে।
এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এ নিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি শাহাদাত হোসেন খান।
বাংলা৭১নিউজ/এসআর