সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজশাহীতে কুয়াশায় বিমান ওঠা-নামায় বিঘ্ন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীতে গা হিম করা শীত বিরাজ করছে। সূর্যের দেখা মিলছে না খুব একটা। দিনেও কুয়াশার চাদরে মুড়িয়ে থাকছে প্রকৃতি।

এ অবস্থায় রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বিঘ্ন ঘটছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় চারবার চেষ্টা করেও নামতে পারেনি ইউএস বাংলার একটি বিমান। পরে দুপুরে বিমানটি নিরাপদে নামতে পারে।

ওই ফ্লাইটে যাত্রী ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও। বিষয়টি জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন- চারবার চেষ্টা করে রাজশাহীতে অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত এসেছি।

এদিকে হযরত শাহ্ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, ইউএস-বাংলার বিমানটির অবতরণের নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। কিন্তু ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। এরই মধ্যে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি রাজশাহীতে পৌঁছে। কিন্তু কুয়াশার কারণে আর নামতে পারেনি। শেষ পর্যন্ত অবতরণ না করেই ঢাকায় ফিরে যায়। পরে দুপুর ২টার দিকে বিমানটি রাজশাহী এসে নিরাপদে অবতরণ করে। যাত্রী নিয়ে ফিরেও গেছে।

তিনি আরও জানান, সকাল ১০টা ৫ মিনিটে নভোএয়ারেরও একটি বিমান অবতরণের কথা ছিল বিমানবন্দরে। কিন্তু এই বিমানটিও তখন নামতে পারেনি। পরে আরেকবার চেষ্টা করে বিমানটি অবতরণ করে। তারপর আবার ঢাকায় ফিরে গেছে। এছাড়া এ দিন বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ রাজশাহীতে এসেছে। এটিও যাত্রী নিয়ে আবার ঢাকায় ফেরত গেছে।

সেতাফুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে বিমান অবতরণে সমস্যা হচ্ছে বলে আমরা মনে করছি।

এদিকে রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীতে এখন চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৭ ডিসেম্বরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমতে পারে।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com