রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

রাজশাহীতে ইভিএমে ধানের শীষের তিনগুণ ভোট নৌকায়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ২২৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট নেয়া দুই কেন্দ্রে বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের তুলনায় প্রায় তিন গুণ ভোট পেয়েছেন আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন।

দুই কেন্দ্রে লিটনের নৌকা প্রতীকে পড়েছে এক হাজার ৪২৪ ভোট। আর বুলবুলের ধানের শীষে পড়েছে ৪৮৯ ভোট। অর্থাৎ বুলবুলের চেয়ে ৯৩৫ ভোটে এগিয়ে আছেন লিটন।

নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বিবি হিন্দু অ্যাকাডেমিতে দুটি কেন্দ্র স্থাপন করে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। একটি কেন্দ্র নারীদের, অন্যটি পুরুষের। এর মধ্যে পুরুষ কেন্দ্রের তুলনায় নারী কেন্দ্রে নৌকা ও ধানের শীষের ভোটের ব্যবধান বেশি।

ইভিএমের নারী ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আসলাম উদ্দিন জানান, তার কেন্দ্রে ‘নৌকা’ প্রতীকে লিটন পেয়েছেন ৭৩৩ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ২২২ ভোট।

এর বাইরে ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন ১১ ভোট। গণসংহতি আন্দোলন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ ‘হাতি’ প্রতীকে পেয়েছেন ৬ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান ‘কাঁঠাল’ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৩ ভোট।

অন্যদিকে পুরুষ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অমিত কুমার প্রামানিক জানান, এই কেন্দ্রে লিটন পেয়েছেন ৬৯১ ভোট। তার বুলবুল পেয়েছেন ২৬৭ ভোট।

এই কেন্দ্রে শফিকুল ১৬, মুরাদ ১১ এবং হাবিবুর পেয়েছেন ছয়টি ভোট।

রাজশাহীতে এবার ১৩৬ কেন্দ্রে সনাতন পদ্ধতিতে ব্যালটে এবং দুটি কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। ব্যালটে ভোটের তুলনায় ইভিএমে ভোটের স্বচ্ছতা বেশি। এখানে একজনের ভোট অন্যজনের দেয়ার কোনো সুযোগ নেই। কারণ স্মার্টকার্ড পাঞ্চ করে এরপর আঙ্গুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত হলেই তিনি ভোট দিতে পারেন।

আবার ইভিএমে ভোট গণনাও সহজ। ভোট শেষে বাটন টিপ দিলেই ফলাফল জানা যায়। ফলে অন্যান্য কেন্দ্রে যখন গণনা কেবল শুরু হচ্ছে, ততক্ষণে ইভিএমে ফলাফল পাওয়া যায়। সূত্র: ঢাকাটাইমস।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com