শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায়

রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ১১৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা এবার সবাই রাজধানীতেই ঈদ উদযাপন করবেন। সিনিয়র নেতাদের মধ্যে অনেকেই থাকবেন ঢাকায়। বাকিরা ইতিমধ্যে নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ নির্বাচনী এলাকায় চলে গেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবার ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ছাড়াও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারা।

আওয়ামী লীগ : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন তার সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত আগত অতিথি, নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। আর সাড়ে ১১টার পর থেকে বিচারপতি ও কূটনৈতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার নির্বাচনী এলাকা সিলেট, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলায় ঈদ করবেন।

প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, কর্নেল (অব.) ফারুক খান, ড. আবদুর রাজ্জাক ঢাকায় ঈদ করবেন।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদ করবেন। ঈদের নামাজ শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরেই ঢাকার উদ্দেশে রওনা হবেন।

নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের ভাঙ্গায় ঈদ করবেন আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ কেরানীগঞ্জে ঈদ করবেন।

বিএনপি : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদের দিন দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে, এরপর বিশিষ্ট নাগরিক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করবেন।

স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম যশোরে, ড. আবদুল মঈন খান নরসিংদী ও আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ঈদ করবেন। গয়েশ্বর চন্দ্র রায়ের ঈদের দিন সকালে তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ঢাকায় চেয়ারপারসনের অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে।

আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এবারও ভারতের শিলংয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঈদ কাটাবেন।

জাতীয় পার্টি : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ঈদ করবেন ঢাকায়। ঈদের নামাজ পড়বেন গুলশানের আজাদ মসজিদে। এরপর তিনি তার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে বরাবরের মতো এবারও দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ঈদ করবেন ঢাকায়। আরেক কো-চেয়ারম্যান জিএম কাদের ঈদ করবেন ঢাকার উত্তরায় নিজের বাসায়।

মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং তার স্ত্রী প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতা ঈদ করবেন বরিশালের বাকেরগঞ্জে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com