রাজধানীর বেশ কিছু এলাকায় সোমবার (১৫ নভেম্বর) বিদ্যুৎ সেবা বন্ধ রয়েছে। উপকেন্দ্র মেরামত কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আজ মিরপুর ডিওএইচএসের বেশ কয়েকটি এভিনিউ, গুলশান-১ এর ২৩, ২৪, ২৭, ২১, ৩০, ২৮ নম্বর সড়ক এবং কয়েকটি রোডে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এছাড়া পশ্চিম আগারগাঁও, পানির ট্যাংকির মোড়, জেলা নির্বাচন অফিস, এলজিইডি জোনাল অফিস, বারেক মোল্লার মোড়, কাশেমের দোকান, উত্তর পীরেরবাগ, মাইকের দোকান, শেওড়াপাড়া আনন্দ বাজারসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগারগাঁও নিউ এসএস, মিরপুর ডিওএইচএস এসএস, গুলশান-১ এসএস, দক্ষিণখাণ উপকেন্দ্র মেরামত করা হবে। ডেসকোর বার্ষিক মেনটেইন্যান্স বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ মাসের পুরোটা সময় ধরে এ মেরামতের কাজ চলবে।
বাংলা৭১নিউজ/এএম