বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে সানরাইজ ভবনে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ সকাল ৭টার দিকে নয়তলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ভবন থেকে ধোঁয়া উড়ছে।
তাৎক্ষণিকভাবে তিনি আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
ফরিদ উদ্দিন আরও বলেন, ‘ভবনটির তৃতীয় তলায় কম্পিউটারের যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে।’
বাংলা৭১নিউজ/সিএইস