বাংলা৭১নিউজ, ঢাকা: তীব্র দাবদাহের পর কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিললো রাজধানীতে।
আজ রোববার সন্ধ্যায় নগরবাসী উপভোগ করেছেন স্বস্তির এই বৃষ্টি। গত কয়েকদিনের প্রচণ্ড গরমের পর সন্ধ্যায় প্রথম কালবৈশাখী ঝড় শুরু হয় ঢাকায়। নগরীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিসহ ঝড়ের খবর পাওয়া গেছে।
সন্ধ্যায় বৃষ্টিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজধানীবাসী। বৃষ্টির কারণে অনেকেই ছুটে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে উপভোগ করেছেন বৃষ্টি। কেউ কেউ গা জুড়িয়ে নেন স্বস্তির বৃষ্টিতে। তবে যাত্রাপথে থাকায় কেউ কেউ বিড়ম্বনায় পড়েন।
বাংলা৭১নিউজ/এসএইস