রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তিন হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব। রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের হামিদুল গাজী ও ঠাকুরগাঁওয়ের রাফি আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। পাশাপাশি তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা কিনে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এমএন