রাজধানীর মোহাম্মদপুর থেকে ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার বছিলা তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পলাশ, মো. করিম ও মো. সাদ্দাম হোসেন। এ সময় ফেনসিডিল ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার এ তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন।
তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা বছিলা তিন রাস্তার মোড় এলাকায় ফেনসিডিল বিক্রয়ের জন্য মোটরসাইকেলসহ অবস্থান করছে বলে গোয়েন্দা পুলিশ সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদে ১৫০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতাররা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। গ্রেফতারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ