রাজধানীর কদমতলীতে মোছা. রুমা আক্তার (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে কদমতলী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সোয়া ৮টার দিকে কদমতলীর দনিয়া এলাকার সিয়াম উদ্দিনের ৭৮৩ নম্বর বাসা থেকে রুমা আক্তারের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। গতকাল (সোমবার) রাতে ঝগড়ার জেরে রুমা নিজ কক্ষে গিয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের বাবা আবুল কালাম বলেন, রুমার স্বামী রফিকুল ইসলাম (রফিক) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বিভিন্ন সময়ে আমার মেয়েকে নির্যাতন করতেন এবং টাকার জন্য চাপ দিতেন। এসব সহ্য করতে না পেরে একপর্যায়ে সে (রুমা) বিষপানে আত্মহত্যা করে।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার দক্ষিণ শ্রী নারায়ন গ্রামে। সপরিবারে রুমা কদমতলীর ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ