বাংলা৭১নিউজ, ঢাকা: ফেইসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে রাজধানী থেকে ২৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে দাবি পুলিশের।
শুক্রবার বিকাল ৩ টায় পান্থপথের শমরিতা হাসপাতালের পাশে একটি ভবনের অষ্টম তলায় ‘হক চেম্বার’ নামের একটি অফিস থেকে তাদের আটক করা হয়ে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার তাদের আটকের খবর নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শমরিতা হাসপাতালের পাশের গলির একটি বাড়িতে অবস্থিত হক চেম্বারে অভিযান চালানো হয়।
চেম্বারটিতে বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। সেখান থেকে ১৬টি কম্পিউটার, বিভিন্ন প্রচারপত্র ও বই জব্দ করা হয়েছে বলে জানান বিপ্লব কুমার।
তিনি জানান, আটককৃতরা বিভিন্ন ওয়েবসাইট খুলে ফেইসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণা চালাত।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএস