বাংলা৭১নিউজ,রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার সকাল সাড়ে ৮ টায় ঘরের রান্নার চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন দীর্ঘ ২ ঘণ্টা স্থায়ী হয়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ১টি ও কাউখালী এবং কাপ্তাই উপজেলার আরো দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশ ও সেনা বাহিনী সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।
বাংলা৭১নিউজ/এসই