সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন আমারাসুরিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ দুহাত তুলে দোয়া চাইলেন পলক ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে মেজর হাফিজের অব্যাহতি আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না: সারজিস সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন সৈয়দ সুলতানের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনে আছেন যারা ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে’ এস আলমের শেয়ার বিক্রি, নতুন শেয়ারে ঘাটতি কমাবে ইসলামী ব্যাংক পা‌কিস্তানের ইক‌মিশনারের সেল‌ফিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আওয়ামী লীগ সরকারের পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থ বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে জড়িয়ে ধরল ছেলে, ঝরল দুই প্রাণ গাজীপুরে সড়কে আরেক কারখানার শ্রমিকেরা, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন

রওশনপন্থী‌দের কাউন্সিল শুরু, টেপা বাদে নেই কা‌দেরপন্থীরা

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

জিএম কা‌দের ও মু‌জিবুল হক চুন্নু‌কে বাদ দি‌য়ে দলের চেয়ারম্যান দা‌বিদার বেগম রওশন এরশা‌দের নেতৃ‌ত্বে আলাদা জাতীয় পা‌র্টির দশম কাউ‌ন্সিল অ‌ধি‌বেশন শুরু হ‌য়ে‌ছে।

শনিবার (৯ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হ‌লে আয়োজিত স‌ম্মেল‌নে জাতীয় পা‌র্টি থে‌কে ব‌হিষ্কৃত দ‌লের সা‌বেক কো চেয়ারম্যান কাজি ফি‌রোজ রশীদ, সৈয়দ আবু হো‌সেন বাবলা, সা‌বেক প্রেসি‌ডিয়াম সদস‌্য সুনীল শুভ রায়, শ‌ফিকুল ইসলাম সেন্টু, ইয়াহয়া চৌধুরী, ফখরুল আহসান শাহজাদাসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপ‌স্থি‌ত র‌য়ে‌ছেন।

 কা‌দেরপন্থী শীর্ষ‌ নেতা‌দের যোগদা‌নের মধ্য দি‌য়ে কাউ‌ন্সি‌লে চমক দেখা‌নোর কথা থাক‌লেও কা‌দেরপন্থী হি‌সে‌বে প‌রি‌চিত দ‌লের প্রভাবশালী প্রেসি‌ডিয়াম সদস‌্য ও খুলনা বিভা‌গের অ‌তি‌রিক্ত মহাস‌চিব সা‌হিদুর রহমান টেপা ছাড়া দ‌লের ‌উ‌ল্লেখ‌যোগ‌্য নেতাকর্মী সম্মেলনে যোগ দেন‌নি। ফ‌লে ‌জিএম কা‌দের ও মু‌জিবুল হক চুন্নুর নেতৃত্বের চ‌্যা‌লেঞ্জ মোকা‌বিলা ক‌রে রওশ‌নের নেতৃ‌ত্বে শ‌ক্তিশালী জাতীয় পা‌র্টি গঠ‌নের কাজ শুরু‌তেই ধাক্কা খে‌লো বলে মনে করছেন অনেকে।  

কাউ‌ন্সি‌লে নেই রওশন এরশা‌দের সবচেয়ে ঘ‌নিষ্ঠ ও বিশ্বস্ত সহচর সা‌বেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, এসএমএম আলম, ইকবাল হো‌সেন রাজুসহ বড় এক‌টি অংশ। যারা জিএম কা‌দের দ‌লের চেয়ারম‌্যান হওয়ার আ‌গে-প‌রে, সু‌খে-দু‌ঃখে সবসময় রওশন এরশা‌দের সঙ্গে ছি‌লেন। এ অবস্থায় কাউ‌ন্সি‌ল শে‌ষে রওশনপন্থী জাতীয় পা‌র্টির নেতৃত্ব কেমন হ‌বে এটাই এখন দেখার বিষয়। 

রওশনপন্থী জাতীয় পা‌র্টির দশম সম্মেলনকে কেন্দ্র করে বর্নিল সাজে সাজানো হয়েছে পুরো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটসহ মৎসভবন এবং শাহবাগ এলাকা। নানা রং-বেরঙের পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে সম্মেলনস্থল। সড়কদ্বীপগুলোতে লাগানো হয়েছে এরশাদ শাসনামলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছবি সম্বলিত ফেস্টুন। নির্মাণ করা হয়েছে দ্বিতল বিশিষ্ট মঞ্চ। ১২ হাজারের কাউন্সিলর এবং ডেলিগেট উপস্থিতির লক্ষ্য চূড়ান্ত করে সম্পন্ন করা হয়েছে সকল আয়োজন। কিন্তু বে‌শিরভাগ চেয়া‌রে নেতা‌কর্মীর চে‌য়েও ভাড়া করা লোকজ‌ন বে‌শি দেখা গে‌ছে।

প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদের উপ‌স্থি‌তি‌তে কাউন্সিলে সভাপতিত্ব করছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কা‌জি ফি‌রোজ রশীদ। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দীকি, সাবেকমন্ত্রী এবং জাপার একাংশের মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান এমএ মতিন, বিএলডিপি চেয়ারম্যান এম নাজিম উদ্দীন আল আজাদ, বাংলাদেশ হিউম্যান পার্টির চেয়ারম্যান, চিনের সহকারী রাষ্ট্রদূত ফেং জিজিয়া প্রমুখ।

জাতীয় সংগীত ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন দলটির ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা। এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কাজী মামুনুর রশীদ।

এ দিকে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন করতে রাজধানী রমনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। নেয়া হয়েছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। র‌্যাবের পক্ষ থেকেও নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দলীয় একটি সূত্র জানায়, এবার রওশনপন্থী‌দের কাউন্সিলে গঠনতন্ত্রে আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। একক নেতৃত্ব ভেঙে  গণতান্ত্রিকপন্থায় দল পরিচালনার জন্য ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা হচ্ছে গঠনতন্ত্রে। ছোট করে আনা হচ্ছে দলীয় শীর্ষ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম।

দলীয় কর্মকাণ্ড তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে এবং পার্টির মহাসচিবের কাজ সহজ করতে আট বিভাগের মধ্যে সীমাবদ্ধ থাকছে পার্টির গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ যুগ্ম মহাসচিব। ক্ষমতার ভারসাম্য আনতে গঠনতন্ত্রে নতুন একটি গুরুত্বপূর্ণ পদ সৃষ্টি করা হয়েছে। কো-চেয়ারম্যান পদও কমিয়ে আনা হয়েছে। পার্টির চেয়ারম্যানকে রাজনৈতিকভাবে সহযোগিতার জন্য একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার বিধান রাখা হয়েছে।

তবে এসব পদ-পদবিতে কারা আসছেন জানা যায়নি। অতি গোপনে এসব সিদ্ধান্ত ও গঠনতন্ত্র সংশোধন-সংযোজন বিষয়ক কাগজপত্র গঠনতন্ত্র উপকমিটির নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কাউন্সিলে এ বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্তের কাগজপত্র হস্তান্তর করা হবে নির্বাচন কমিশন প্রধান গোলাম সরোয়ার মিলনসহ সদস্যবৃন্দের হাতে। 

সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা,  প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী, শাদ এরশাদ, নুরুল ইসলাম নুরু, রফিকুল হক হাফিজ, এমএ গোফরান, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, শেখ আলমগীর হোসেন, নুরুল ইসলাম নুরু, নিগার সুলতানা রানী, এমএ কুদ্দুস খান, জাহাঙ্গীর আলম পাঠান, শফিকুল ইসলাম শফিক, আমানত হোসেন, ফখরুল আহসান শাহাজাদা, হাজী তুহিনুর রহমান নূরু হাজী, মোস্তাকুর রহমান মোস্তাক, হাজী নাসির, মাসুকুর রহমান, মাহমুমদুর রহমান মু‌ন্নি, সা‌হিনা সুলতানা রিমা, শাহনাজ পার‌ভিন, শেখ রুনাসহ জাতীয় পার্টির রওশনপন্থী কেন্দ্রীয় নেতা ও জেলা উপ‌জেলার কাউন্সির উপ‌স্থিত র‌য়ে‌ছেন।

উল্লেখ, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com