বাংলা৭১নিউজ,ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি বুধবার গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডিয়ামের অভিমতের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন―যা অবিলম্বে কার্যকর হবে।
বাংলা৭১নিউজ/এএফএইচ