বাংলা৭১নিউজ,(রংপুর)প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী নামে পিকআপের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ চালক ও তার সহকারী।
রোববার (৭ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জের আকুরপাকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছেন আলী পূর্ববৈরাগীগঞ্জ এলাকার দিনমজুর আবেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রংপুর থেকে ঢাকাগামী এসআর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে রংপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকআপের পেছনে থাকা হাছেন আলী নামে একজন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পিকআপের চালক ও সহকারী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করেছে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বাস ও পিকআপ জব্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসআর