বাংলা৭১নিউজ,(রংপুর)প্রতিনিধি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত আট দিনে ২১ জন রোগী রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই ঢাকায় থাকতেন। সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুরে ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত হাসপাতালের ১, ৩, ৫ ও ২৯ নম্বর ওয়ার্ডে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকার আবিদ আহসান (২০), পীরগাছার দেউতি এলাকার পুনয় সরকার (১৮), মিঠাপুকুরের হরিকেশ গ্রামের অনিক ইসলাম (২৪), রংপুর নগরীর গণেশপুর এলাকার স্বাগত রায় (২০), ঠাকুরগাঁও সদরের নাইমুল ইসলাম (২০), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের হাসান (২৪), মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের গোলাম মোস্তফা (২৪), নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীর হাট গ্রামের আজানুর রহমান (২২), রংপুর নগরীর নুরপুর এলাকার ফজলুল হক (২০) এবং মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাশিরাম গ্রামের পরিতোষ সরকারের (২৫) নাম জানা গেছে।
আক্রান্তদের অধিকাংশই শিক্ষার্থী। এদের মধ্যে আবিদ ও স্বাগত কোচিং করছিলেন এবং আজানুুর সৈয়দপুরে কৃষিকাজ করেন। পরিতোষ একটি কোম্পানিতে চাকরির জন্য ঢাকায় প্রশিক্ষণ নিচ্ছিলেন। অন্যরা রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদ জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।
বাংলা৭১নিউজ/আইএম