বাংলা৭১নিউজ, ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সেই ছয়টি আসনের নাম ঘোষণা করা হয়।
দৈবচয়নের মাধ্যমে কেন্দ্রগুলো নির্ধারণ করেছে ইসি। সোমবার বিকেলে সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দৈবচয়ন অনুষ্ঠিত হয়।
আসনগুলো হচ্ছে- ঢাকা-১৩, ঢাকা-৬, চট্টগ্রাম-৯, রংপুর -৩, খুলনা-২, সাতক্ষীরা -২।
আজ বিকেল সাড়ে ৫টায় নির্বাচন ভবনে দৈবচয়নের মাধ্যমে এই ছয়টি আসন চূড়ান্ত করে ইসি।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি সংসদীয় আসনে সম্পূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সিটি করপোরেশন ও জেলা সদর সংশ্লিষ্ট ৪৮ আসনের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে এই ছয় আসন নির্ধারণ করা হয়।
দৈবচয়নের সময় ইসি সচিবালয়ের সচিবসহ আরো অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ইভিএম মেশিন আমরা হাতে পেয়ে যাব। এরপর ডাটা ইনপুট দেওয়া হবে। ছয়টি আসনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণের সব প্রস্তুতি আছে।’ সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস